মনের মইদ্যে প্রেম উথলাইছে,
প্রেমের মইদ্যে মদ ঢালিয়াছে,
প্রেম আর মদের উথিত ফেনা,
টাকায় যায় সবই তো কেনা।


সোনার লকেট ঈমান দন্ড,
তুমিতো একটা নিকৃষ্ট ভন্ড।
বাগিয়ে নিলে সুঢোল বক্ষ,
লন্ড ভন্ড প্রেমের কক্ষ।


সুরার পাত্রে পিদিম জ্বালাও,
প্রেমের সুধা গাত্রে ঢালাও।
তোমার গায়ে প্রেমের আগুন,
নিসঙ্গতায় আনলে ফাগুন।


তুফান ওঠাও আপন বিত্তে,
প্রেমের ঘুংগুর ছন্দে নৃত্তে।
জীবন তোমার ঘূর্ণি বৃত্তে,
যৌবন হাসে কামুক চিত্তে।


যৌবন কাটাও হেসে খেলে,
বুঝবে এসব ফুরিয়ে গেলে।
মৃত্যু কিংবা পাপের দন্ডে,
শাস্তি তোমার কেবা খন্ডে?