হয়ত প্রণয়ের গভীর জলে এই শেষ ডুব সাঁতার,
হয়ত পদ্ম দিঘির পাড়ে এই শেষ ঝরা পাতার।
হয়ত নদীর ঘাটে ভাসে এই শেষ কষ্ট দুর্দশা,      
হয়ত শীতের মধ্য রাতে এই শেষ ঘন কুয়াশা।


বন্ধু! এই কি তোমার শেষ আসা?  
নাই কি পথ, আর ফিরে আসবার?


নয়ত গভীর মনের মাঝে এই শেষ কুহু ডাকা,  
নয়ত গহীন বনের পথে এই শেষ পাশে থাকা।
নয়ত সুরেলা গিটার হাতে এই শেষ সুর তোলা,
নয়ত গানের খাতার উপর এই শেষ অশ্রু ফেলা।


বন্ধু! এই কি তোমার শেষ চাওয়া?
নাই কি প্‌ আর ফিরে পাওয়া?  


হয়ত শিমুল ফোঁটার দিনে এই শেষ পদ ধূলি,  
হয়ত বৃষ্টির কাদা জলে এই শেষ জল কেলী।
হয়ত চৈত্রের ঘামে ভিজে এই শেষ বাসে চড়া,
হয়ত গোধূলি বিদায় কালে এই শেষ হাত ধরা।  


বন্ধু! এই কি তোমার শেষ কথা?
নাই কি পথ, আর এগোবার?