চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় ওই
তোমার পায়ে আমার হৃদয় পিষলো কেনো সই।


মেঘের কোলে কাজল নিয়ে তোমার চোখে ভাস
সিঁদুর রাঙা মিষ্টি হাসি মিথ্যে পরিহাস।


গাঙের জলে ভাসিয়ে এলাম মনের সকল আশ
চিল শকুনে ছিঁড়ে খেলো জ্যান্ত আমার লাশ।


চোরাবালি বালুচর ইঁটে গড়া ঘড়ি ঘর
চোরকাঁটা পায়ে ধরে মন আজ নিশাচর।


চেনা গলি ঘর বাড়ি দাঁড়িয়েছে সারি সারি
তুমি যেন বাতায়নে দাঁড়ে বসা শুকসারি।


ঝড়ের মুখে উড়ে আসা একটুকরো মেঘের হাসি
তোমার জন্য পাঠিয়ে দিলাম তোমায় ভালোবাসি।


জীবনমুখী গহীন রাতে অন্তমুখী তোমার সুখ
শঙ্খবেলায় একলা কাটে নিম্নগামী আমার সুখ।


বৃষ্টি নামুক আজকে রাতে ভিজবো তোমার প্রেমে
সন্ধ্যা তারা সাজিয়ে দিলাম আমার প্রিয়ার নামে।


গভীর রাতে প্রিয়ার মুখে আমার মনের ছবি
ছিলাম পড়ে পথের ধুলায় আজকে হলাম কবি।।