জীবনের সাথে আপোশ কোরো না
জীবনবিমুখী হয়ে যাবে-
আপোশ কোরো না নিজের সাথে,
নির্ভীক হয়ে বাঁচো- স্ফুর্তির সাথে বাঁচো।
অনেক ভয় চারিদিকে, মাকড়সার জাল পাতা,
অক্টোপাসের মতো হামাগুড়ি দিয়ে আসে,
অজগরের মতো বেঁধে ফেলতে চায় আষ্টেপৃষ্টে,
হায়নার মতো দল বেঁধে ছিঁড়ে খেতে চায় বুকটাকে-
যে বুকে তোমার অদম্য সাহস;
নিজের পায়ে দাঁড়ানোর অটুট বিশ্বাস ।
জর্জরিত হতে পারো দুঃখ-রাগ-বিতৃষ্ণায়
তার সাথে তবু হাত মিলিও না, আপোশ কোরো না তার সাথে।


অবসাদ এক বিভ্রম, মুখোশ পরা শয়তান -
তোমাকে বাঁচাতে পারো তুমিই-
দুহাতে  নিজেকে আঁকড়ে ধরো-
রঙ-বেরঙের আপোশী ছদ্মবেশ ধারণ করার চেয়ে,
উলঙ্গ  থাকা বরং ভালো।


রোজ একটু একটু করে মরতে যদি হয়,
আপোশহীন জীবন একবার বাঁচো-
মৃত্য দিয়ে সাজানো অমূলপ্রত্যক্ষ এই সমাজে
ক্যাকটাসের মতো সদর্পে বাঁচো।