ভো কাট্টা পেটকাটিটা
লাট খেতে খেতে দিগন্ত ছুঁতে চায়-
আমি চাই না ভাটার  টানে ভাসতে
চাই না এক বোঝা আবেগ বয়ে বেড়াতে।
জমাট বাঁধা কান্না বুক থেকে গলে গলে পড়ে
অমাবস্যার অন্ধকারে মোমের বাতির মতো-
হিসেব কষে মহাজনী সুদ, চোখের কোণে আগুন
পায়ের তলায় সরষে দিয়ে, উচ্ছসিত ফাগুন।
প্রাসাদের নির্বাসিত ঘরে ঘরে প্রেতাত্মার কান্না-
রাত ভোর হলে সর্বনাশের শেষ।
ঝুরি ভরা বটের পাতায় চাপ চাপ স্মৃতি
মুখের বলি রেখায় হিমেল স্রোত-
বানের জলে ভেসে যায় লখীন্দরের লাশ-
বেহুলার কপাল পুড়ে দারুণ সর্বনাশ।
জীবনে হাতরানো কিছু রঙ তবু-
কিছুতেই চাই না আমার প্রতিচ্ছবির মুখে।