মৃত্যু তোমায় আজ আস্তিনে রেখে খেলি
বেদের বাঁশিতে ফনা দুলিয়ে ভোজবাজি যেন
নিঃশঙ্ক নিষ্কম্প হাতে সময়ের বাজিমাত।।


জরিবুটি আঁকিবুকি বিষ ফলের গাছ
শিরোস্ত্রাণি পরিমার্জনার নিষ্কলুষ রূপায়ণ
ভৌতিক বা অভৌতিক সবটাই তরঙ্গায়িত উপস্থাপন
মনের অনুভূতি নিয়ে চতুষ্কৌণিক পরিবেশন।।


ধূমায়িত প্রেক্ষাপটে রঙিন জলছবির ছাপ
মরালমতি সরলরেখা শতচেষ্টাতেও সর্পিল
বুনোট জালের বেড়ি ভাঙার প্রচেষ্টা অনাবিল
অভিধানের শব্দ খুঁজে জলযুদ্ধ অন্তরিল।।


নির্বাসিত মননশীলতা নিদারুন বেদনাহত
নিশ্ছিদ্র প্রহরাধীন শ্বাপদসঙ্কুল প্রাসাদে
স্বপ্নাবিষ্ট পরশে নিদ্রামগ্ন চিরায়ত আস্বাদে।।