জীবন একটি প্রস্ফুটিত  কোষ
নির্বাচিত প্রাণ
একটু একটু করে
অক্সিজেন এর লালন পালন
প্রহসন পেরিয়ে এগিয়ে আসে
বিজাতীয়  সৃষ্টি কলা
স্বপ্নমাখা ফানুস বিক্রী করে ট্রেনের কামরায়
ঠাসাঠাসি ভিড়ে সাদাকালো প্রেম
সমাজের হাঁ করা মুখের ওপর
এঁদো গলির অন্ধকারে
শরীরের মাংস বেচে জোগাড় করা
ছোটো ছেলেটার দুধ
হাড়ের ওপর চামড়া ঢাকা স্তনে
শ্বাপদ শার্দূলের দাঁত
একটুকরো কোষের স্মৃতিতে
সব ইতিহাস নতিবদ্ধ
জন্তু থেকে জান্তব রূপান্তর
নির্বোধ বিবর্তন তবু
আমরণ প্রয়াস করে যায়
ব্যতিক্রমী মানুষ হবার লোভে