মিলনাঙ্খার নিদারুণ আহ্বান রসমঞ্জরিত,
উন্মাদ অনুভূতি স্নায়ুপথে উন্মত্ত কামবাসনা
ভীষণ কোলাহল শুনি সমস্ত শরীর জুড়ে -
একসময় এও মনে হয় যেন নির্ধারিত  কর্মতালিকা;
অকালে আগুন লাগা কৃষ্ণচূড়ার রঙ ফিকে হয়ে আসে
বেহিসাব হয় সুকল্পিত সম্পর্কের জাল-
মনে হয় এ ছিল শুধুই ছোটোবেলার পুতুলখেলা
হাজার চাঁদের আলোয় আজ পৃথিবী ম্লান
নিজের বুকের ওপর আর একবার হেঁটে যেতে চাই-
বসন্তের ফুলে আজ কালো পোকার  পায়ের দাগ
মধু নিয়ে গেছে মৌমাছি-
ধুলোয় ঝরে পড়ার আগে,
শেষবার তোমার মধ্যে মিলিয়ে যেতে চাই।