পাগল টা তো আমি
বসে আছি তোর বুকের মাঝখানে
আসলে নিজের সাথেই নিজে
সঙ্গমের খেলা খেলি
তুই তো শুধু মাধ্যম
জলকে আকার দিতে একটা পাত্র লাগে
তুই তো আমার ধারক
বেঁচে থাকার তাগিদটা
বুকের পাশ থেকে উঠেছিল
ঢেউ ভেঙেছে বুকের মাঝখানে
শব্দ খুঁজছিলাম অভিধান থেকে
খেয়ালই করিনি
কথার ফুলঝুরি জমে আছে তোর মনে
সবুজ মাঠ আমার ভাল লাগে
কিন্তু তার চেয়েও সবুজ তোর চোখ
তোর কতো চিন্তা
আমার ভাল থাকা নিয়ে
ওরে প্রাণ পাখি তো তুই নিজে
আর একবার ঝাঁপ দেব আগুনে
পাগলী তোমার সঙ্গে।