আকাশ বলেছিল, "আমি একদিন সাগরের সাথে মিশবো।"
কিন্তু, কোনোদিন তা হয়নি।


সাগর বলেছিল, "আমি একদিন পুরো শুকিয়ে মেঘ হবো।"
কিন্তু, হয়নি তা কোনোদিন।


মেঘ বলেছিল, "আমি আর কখনও আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়বো না।"
কিন্তু, কোনোদিন তা হয়নি।


বৃষ্টি বলেছিল, "আমি আর কখনও পৃথিবীর বুক ছোঁবো না।"
কিন্তু, হয়নি তা কোনোদিন।


জল বলেছিল, "আমি সবসময় মেঘ হয়ে আকাশে ভেসে বেড়াবো।"
কিন্তু, কোনোদিন তা হয়নি।


আমার মনে হয়, এখনও যখন এসব কিছুই হয়নি তখন ভবিষ্যতেও আর কোনোদিনই হবে না, কোনোদিনও না।


একমাত্র বিশ্বব্রম্ভান্ড বলেছিল, "আমি সবাইকে নিয়ে ভালো ছিলাম ভালো আছি ভালো থাকবো।"


--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/০৭/২০২৩
বারুইপুর