আমায় এমন ধ্বংস করে কেউ ভালোবাসেনি আগে তোমার মতো।
আমার হৃদপিন্ডের রক্ত ঠোঁটে মেখে কেউ চুম্বনে ভরায়নি আগে
তোমার মতো।
আমার দুঃখ মেটাতে কাউকে দেখিনি তার দু চোখ থেকে অশ্রুর বদলে আশীর্বাদী ফুল ঝরাতে আগে
তোমার মতো।
আমার অন্ধকার আকাশে কেউ কখনও সূর্য ওঠায়নি, গোলাপের পাঁপড়ির মতো মেঘও ভাসায়নি আগে
তোমার মতো।
"আমি তোমায় ভালোবাসি" বলে কেউ আমাকে জড়িয়ে ধরে আমার মধ্যে চিরকালের জন্য প্রবেশ করেনি আগে
তোমার মতো।
তাই এখন যা আমার তাই তোমার
তোমার রক্তই আমার রক্ত
আমার শরীরই তোমার শরীর
তোমার নিঃশ্বাস প্রশ্বাসেই আমার বেঁচে থাকা।
তাই ধ্বংস করেই হোক
বা রক্তারক্তি করেই হোক
বা অন্য যেভাবেই হোক
এখন তোমার আমার ভালোবাসা সম্পূর্ণ একাকার হয়ে আছে।
ঐ মোহনায় নদীর জলের সঙ্গে সাগরের জল একাকার হয়ে থাকার মতো।
ঐ বাতাসে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন একাকার হয়ে থাকার মতো।


--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১০/২০২৩
বারুইপুর