সব কথা প্রকাশ পেলেও,
যদি কিছু বাকি থাকে তবে থাক।
বর্ষার আকাশের সব মেঘ ঝরে গেলেও,
তবু তো ভেসে বেড়ায় অবশিষ্টরা-
ছন্নছাড়া হয়ে তুলোর মতো।
সে আকাশ দেখলেও মনে আসে শান্তির আমেজ।


গোপনে কথা থাকলে থাক,
তবেই না জাগবে অনেক কৌতূহল ভক্তি প্রেম।
সাগরের কত গভীরে রতন আছে,
তবু তাকে পাওয়ার জন্য আমরা মরিয়া হই।


মনের আরও প্রসারতা বাড়বে সহ্য ক্ষমতা বাড়বে,
না সম্মুখে আনলে আড়ালে রাখা কথা।
এত দূর থেকেও চাঁদের জোছনায় ভরে যায় রাত,
তবু জানিনা তার বুক ভরে কত আলোর সাগর দ্বারা।


---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩০মে,২০২৩,রাত সাড়ে ন'টা, বারুইপুর