সবার জীবনে প্রেম আসে ঠিকই
তবে জানিনা আমার জীবনে এসেছিল কিনা।
আমার জীবনে তুমি এসেছিলে 'তুমি' হয়ে
তাই তো তখন জানতাম না প্রেম কী,
বুঝতাম না প্রেমের মানে।


এখন আর তুমি নেই
সারা পৃথিবী খুঁজলেও তোমায় পাওয়া যাবে না।
এখন সময় আমায় সব জানিয়ে দেয় বুঝিয়ে দেয়-
প্রেম আমার কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো হয়ে আছে!
ভাবি- আমার এত কাছে প্রেম থেকেও
প্রেম পেলাম না,
প্রেম আমার বুকে মাথা রাখল
কিন্তু হৃদয় ছুঁলো না।


এখন আমার জীবন ঠিক যেন ধূ ধূ মরুভূমির মতো,
যে একটু বৃষ্টির আশায় আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে!
এখন আমার জীবন ঠিক যেন পরিত্যক্ত প্রাসাদের মতো,
যার আগে সব ছিল এখন কিছু নেই!
এখন আমার জীবন ঠিক যেন খাঁচায় বন্দী পাখির মতো,
যে শুধু আশায় থাকে কবে নীল আকাশের দেখা পাবে!


--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/০৭/২০২৩