প্রেমের কবিতা লিখতে পারিনা,
বিরহ ব্যথার কবিতা লিখি।
সুখের চিন্তা কল্পনায় আসেনা,
দুঃখকে নিয়ে বেঁচে থাকি।


হৃদয় জুড়ে আসমান রেখেও,
চাঁদের জোছনা পেলাম না।
আশা রাখি হৃদয় জুড়ে নরক রাখলেও,
পাপের আগুনে জ্বলবো না।


অন্তর আমার বেদনার হাহাকারে চিৎকার করে সারাক্ষণ,
সে চিৎকার শুনে শুনে বধির হয়ে গেছি একদম।
তাই এখন আর গোলাপের পাপড়ি ছেঁড়ার আওয়াজও শুনতে পাইনা,
শুধু শুনতে পাই হৃদয় হতে রক্ত ঝরে পড়ার কান্না।


দুঃখই যখন আমার জীবনের নাম-
তখন সে নামকেই প্রচার করি, ভালোবাসি।
তাই সুখের চিন্তা কল্পনায় আসবে কীভাবে?
বিরহ ব্যথারই কবিতা লিখি দিন রাত ধরে।


---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯মে,২০২৩, বেলা সাড়ে এগারোটা, বারুইপুর