সময়ের ফলেই আপন হয় পর
সময়ের ফলেই পর হয় আপন।


সময়ের ফলেই এ ওকে মনে রাখে
সময়ের ফলেই ও একে ভুলে যায়।


সময়ের ফলেই নতুন জিনিস পুরানো হয়
সময়ের ফলেই পুরানো জিনিস ঘষেমেজে নতুন হয়।


সময়ের ফলেই শত্রু বন্ধু হয়
সময়ের ফলেই বন্ধু শত্রু হয়।


সময়ের ফলেই বন্ধু তৈরি হয়
সময়ের ফলেই বন্ধু হারিয়ে যায়।


সময়ের ফলেই করো কপাল ভালো হয়
সময়ের ফলেই কারো কপাল মন্দ হয়।


সময়ের ফলেই অচেনা কেউ চেনা হয়
সময়ের ফলেই চেনা কেউ অচেনা হয়।


সময়ের ফলেই দিন রাত্রি হয়
সময়ের ফলেই রাত্রি দিন হয়।


সময়ের ফলেই ভালোবাসা তৈরি হয়
সময়ের ফলেই ভালোবাসা হারিয়ে যায়।


সময়ের ফলেই একজনের জন্ম হয়
সময়ের ফলেই তার দেহপাত হয়।


সময়ের ফলেই খারাপ ভালো হয়
সময়ের ফলেই ভালো খারাপ হয়।


সময়ের ফলেই সত্য মিথ্যা হয়
সময়ের ফলেই মিথ্যা সত্য হয়।


সময়ের ফলেই কেউ ভালো থেকে খারাপ হয়
সময়ের ফলেই কেউ খারাপ থেকে ভালো হয়।


সময়ের ফলেই কারো জগন্ময়ের প্রতি বিশ্বাস জন্মায়
সময়ের ফলেই কারো তাঁর প্রতি বিশ্বাস লোপ পায়।


সময়ের ফলেই পৃথিবী একদিন ঘোরা শুরু করে ছিল
সময়ের ফলেই পৃথিবী একদিন থেমে যাবে।


সময়ের ফলেই মহাজগৎ সৃষ্টি হয়ে ছিল
সময়ের ফলেই মহাজগৎ ধ্বংস হয়ে যাবে।


--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৩/২০২৪