তুমি পাহাড় পছন্দ করো,
আমি পৃথিবীর সব পাহাড় তোমার নামে লিখে দেবো
সব পাহাড় তখন তোমার হয়ে যাবে।
আমি গোটা পৃথিবীটা কিনে নিয়েছি,
কাজেই এটা আমার কাছে এমন কিছু ব্যাপার নয়!
শুধু তুমি আমায় একবার বলো যে,
'আমি তোমায় ভালোবাসি'
ব্যস, আর কিছু নয়।


তুমি সোনার অলংকার অঙ্গে পরতে পছন্দ করো,
আমি সূর্যের সব 'সোনালী আলো' দিয়ে
অলংকার বানিয়ে তোমায় উপহার দেবো
তুমি তখন ইচ্ছেমতো নিজের অঙ্গ সাজিও।
আমি এই 'মহাজগৎ'কে হাতের মুঠোয় করে নিয়েছি
কাজেই এটা আমার কাছে এমন কিছু ব্যাপার নয়!
শুধু তুমি আমায় একবার বলো যে,
'আমি তোমায় ভালোবাসি'
ব্যস আর কিছু নয়।


তুমি নীল রং ভালোবাসো,
আমি প্রকৃতির আকাশের সব নীল রঙ শুষে নিয়ে
তোমার ভালোবাসার আকাশকে সেই রঙে ভরিয়ে দেবো।
আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুকর হয়ে গেছি,
কাজেই এটা আমার কাছে এমন কিছু ব্যাপার নয়!
শুধু তুমি আমায় একবার বলো যে,
'আমি তোমায় ভালোবাসি'
ব্যস, আর কিছু নয়।


তুমি বাঁশির সুর শুনতে ভালোবাসো,
ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই থাকুন না কেন
আমি তাঁকে নিয়ে আসবো তোমার কাছে
তুমি তখন তাঁর বাঁশির সুর শুনে মোহিত হয়ো।
এই সৃষ্টির সৃষ্টিকর্তা ব্রহ্মা আমায় এমন বর দিয়েছেন যে,
আমি চাইলেই যেকোনো দেব দেবীর দর্শন পেতে পারি
তাই তোমার সামনেও তাঁদের মধ্যে কাউকে নিয়ে আসতে পারি।
শুধু তুমি আমায় একবার বলো যে,
'আমি তোমায় ভালোবাসি'
ব্যস, আর কিছু নয়।


--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/১০/২০২৩