সত্য কোথায় বর্তমানে,
শত চেষ্টা করেও কি তাকে খুঁজে পাবে কোনোখানে?
আজ যেদিকে তাকাবে সেদিকে দেখবে
শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা,
সবকিছুকে গ্ৰাস করেছে মিথ্যা,
গোটা জগৎ আজ মিথ্যার বিষাক্ত জঠরে।
যে মানুষদের দেখছ আশেপাশে-
জেনো মুখে তাদের সত্যের মুখোশ, অন্তর ঢাকা মিথ্যায়।
রাস্তায় নেমে ঢ্যাঁড়া পিটিয়ে সত্যকে ধূপ-ধুনো দেখায়, কত যেন ভক্তি-
মিথ্যাকে তারা পুজো করে ফুল দিয়ে- এখন তো মিথ্যাই এগিয়ে চলার শক্তি।
মিথ্যার ঘাড়ে চেপে জয় করছে যেটা চাইছে সেটা-
এক নিমেষে,
সাধুরা রক্ত ঝরাচ্ছে, তবু সত্যের পথে আছে।
মিথ্যাকে যারা ঘরে দেবতা জ্ঞানে সেবা করে
আর বাইরে সত্যের ভাষণ ছড়ায়,
একদিন বিনাশ হবেই তারা
মিথ্যার ফল মৃত্যু- জগতের নিয়ম যা।


আসবেই সত্য সত্যকে আসতেই হবে।
এ বিশ্বের মাটি যেখানে ধন্য
নানক কৃষ্ণ বুদ্ধ মহাবীর মহম্মদের চরণ ধুলায়,
সেখানে মিথ্যা থাকতে পারেনা চিরদিন সম্রাটের ন্যায়।
মিথ্যা ধ্বংস হবেই
আসবে শুভদিন,
ঠিকই নতুন সূর্য উঠবে নতুন ভোরে
সেই থেকে শুভ সময়ের সূচনা হবে এ পৃথিবীতে।


--- অর্ঘ্যদীপ চক্রবর্তী