তোমাকে ভালোবাসি বলে এই নয় যে তোমার
খারাপ কথাতেও আমি সাই দেবো।
তুমি আমায় ছেড়ে গেলে যেতে পারো, কিন্তু...
বুকে হাত রেখে বলো তো এমনভাবে কি ভালোবাসা হয়..?
হঠাৎ,কারো বিপদের সময়..
তোমার তৃপ্তির স্বাদ মেটাতে যদি আমাকে তোমার ঠোঁটের উপর ঠোঁট লাগিয়ে বসে থাকতে হয়।
তাহলে,এমন প্রেমিকাকে আমি ঘেন্না করি।
ঘেন্না করি এমন ভাবে ভালোবাসা মানুষদের।
প্রিয়তমা,তুমি জানো ভালোবাসা মানে।
ভালোবাসা মানে হলো মুক্তি।
শিকল খোলা দূর আকাশে উড়তে দেওয়ায় স্বাধীনতা।
যাকে তুমি ভালোবাসো তাকে তুমি পাখি হতে দাও।
সে উড়ুক,সে খুঁজুক,সে আবিষ্কার করুক
এই বাঁধনহারা স্বার্থান্বেষী পৃথিবীর পথের প্রেম সমাধিগুলো কে।
যখন সে একসময় সব রহস্য গুলোকে উদঘাটন করবে।
তখন সে হাসবে,বিরক্ত হবে,সে কাঁদবে সে ভালোবাসতে শিখবে।
কিন্তু সে ছেড়ে যাওয়ার অজুহাত কোনদিন দেবে না।
যারা ভালবাসতে জানে না তারা ছেড়ে যায়।
সত্যি কারের ভালোবাসা কোনদিন হারায় না।
হয়,প্রেমিক মারা যায় নয় তো প্রেমিকা।
নিজের মনের মানুষকে তাই পাখি হতে দাও।
কারণ পাখিরাও উড়তে পারার একটা সময় পরে বুঝতে পারে,
নিজের মনের মানুষের খাঁচার চেয়ে নিরাপদ স্থান...
আর এই ব্রহ্মান্ডে কোথাও নেই।