বিশ পেড়িয়ে একুশ এলো
আমার জীবন জুড়ে।
করবো দেখা তোমার সাথে
রৌদমাখা এক বিকেলে।
বইবে হাওয়া বিকেল বেলা
ঐনা নদীর তীরে।
দেখব আমি নয়ন মেলে
নীল আকাশের নিচে।
হাটবো দুজন হাতটি ধরে
ঐনা নদীর তীরে।
কবে যে দেখা দিবে তুমি
এই অভাগার মনে।
পথ চেয়ে বসে আছি
শয়নে স্বপনে গোপনে।
তুমি আশা বেধেছো বাসা
আমার মনের মাজে।
তাই তো আমি ছুটে এলাম
শত বাধা পেরিয়ে।