শীত এসেছে শীত এসেছে
সবাই পড়ে চাদর।
লিখি পড়ি ঘুরে বেড়াই
সবাই বলে বাদর।
শীতের দিনে গোসল করি
লোকে বলে পাগল।
যে যার মতো বলবে কথা
এটাই প্রকৃতির নিয়ম।
লোকের কথায় কান দিলে ভাই
স্বর্গে যাওয়া হবে বারন।
সত্তার হুকুম করবো পালন
নেই তো কারো বারন।
রাখলে দাড়ি লাগবে ভাড়ি সুন্দর
তবুও মোরা মনে করি,
মানুষ বলবে ভোন্দর।
লোকের কথায় কি আসে যায়
তুমি করো পণ।
পশ্চিমাদের দালাল ওরা
মুনাফিকদের দল।
লোকে কি বলবে ভুলে যাও তুমি
আজকে করো পণ।
তোমার বিজয় হবেই দেখো
অপেক্ষা কিছুক্ষণ।