তোমার কত কি আশা‌ ছিলো?
কত কি‌ স্বপ্ন ছিলো?
কিছুই পূরণ হলো না!
কখনো‌ দুঃখ প্রকাশ ‌করনি।
কখনো অভিযোগ করনি।
কেন‌ পূরণ হলো না?
শুধু চেয়ে থাকতে...
হয়তো কোন ‌একদিন বুঝবো বলে?
কিন্তু আমার বুঝার মত মনই ছিল না।
তবু তুমি কিছুই বলনি।
তুমি সবসময় ভাবতে একদিন সবই ঠিক হয়ে যাবে।
তুমি ঠিকই জানতে সবকিছু ঠিক হওয়ার নয়।
তবুও তুমি আশা ছাড় নি।
তারপরও তুমি কিছুই বলনি।
তুমি অদ্ভূত এক চাহনিতে চেয়ে থাকতে,
যে চাহনি আমার বোধ সাধ্যের বাইরে ছিলো।
আমি এতটাই নির্বোধ ছিলাম যে,
তোমার চাহনি আমার কাছে ছিলো মূল্যহীন।
তুমি তারপরও আশাহত হও নি।
তুমি সবসময় মানতে একদিন সবই ঠিক হয়ে যাবে।
একদিন আমি সবই বুঝবো।
তুমি সেই আশায় ছিলে, আছ এবং থাকবে!
আর আমি ......