পৃথিবীতে সবাই নিজের জন্যেই বাঁচে।


যখন কেউ কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
আসলে তোমাকে তার প্রয়োজন।
কিন্তু তার প্রয়োজন শেষে দেখা যায় তার আসল চেহারা।
তখন তার প্রয়োজন অন্য কিছুতে বা অন্য কারো প্রতি পরিবর্তিত হয়।


বাঁচতে হলে একজন অন্যজনের সাথে সমঝোতা করেই বাঁচতে হবে।
তা না হলে সারা জীবন কষ্টেই কাটাতে হবে।
নিঃসঙ্গ, একাকী বাঁচতে হবে।