বন্ধু এমন একটা প্রাণী, যে জীবনের প্রতিটি মুহূর্তে, যে কোন পরিস্থিতিতে সব সময় পাশে থেকে।
সে হোক ন্যায় কিংবা অন্যায় তাতে কিছু যায় আসে না।
একটা বন্ধু আরেকটা বন্ধুর পাশে থেকে বা থাকবেই।


কোন বন্ধু কোন একটা অন্যায় করলে বা বিপদে পড়লে অন্য বন্ধুরা তাকে সর্বাত্মক সমর্থন করে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে।
এটাই বন্ধু বা বন্ধুত্বের ধর্ম।
পরে একান্তে বন্ধুকে শোধরানোর চেষ্টা করে বা শুধরে দেয়।


কিছু বন্ধু আছে যারা কারণে বা অকারণে বন্ধুদের সমালোচনা করে,
সব সময় নিজেকে বড় করতে ব্যস্ত থাকে,
বন্ধুদের পচাতে কখনো কৃপণতা করে না,
সবার সামনে বন্ধুদের ছোট করে, তুচ্ছতাচ্ছিল্য করে বা তাদের কোন দুর্বলতা নিয়ে হাসি তামাশা করে। এই লোকগুলোকে কি বন্ধু বলা যায়???


তারা নিজেদের বন্ধু দাবি করলে তখন হাসি আসাটাই বা পাওয়াটা স্বাভাবিক।


বন্ধু বন্ধুর অনৈতিক কাজেও সমর্থন দেয়াটা খুবই স্বাভাবিক।
কিন্তু তাতো অনেক দূরের কথা,
তারা বন্ধুদের নিয়ে সব সময় হাসি তামাশা করে, সবার সামনে ছোট করে কথা বলে, চাপে রাখে, কারণে অকারণে সমালোচনা করে, ডিক্টেটরের মত আচরণ করে।
এই লোকগুলো কখনো বন্ধু হয় না। তারা অন্য কিছু বা তারা অন্য জাতের..........