তুমি কি আমার দুঃখের সঙ্গী হবে।
যখন আমি নিজের ভিতর নিজেকে গুটিয়ে রাখি।
যখন সহস্র লোকের ভিড়েও আনমনে থাকি।


তুমি কি আমার একাকীত্বের সঙ্গী হবে।
যখন সব কাছের জনেরা দূরে সরতে থাকে।
যখন জীবনের সব রঙ হারায় অবিশ্বাসের বাঁকে।


তুমি কি আমার অবসরের সঙ্গী হবে।
যখন সব পথ ভুলে গিয়ে নিজেকে নিয়ে থাকি।
যখন আমার আগামী স্বপ্নে সাজিয়ে রাখি।


তুমি কি আমার বুড়ো বয়সের সঙ্গী হবে।
যখন বৃদ্ধাশ্রমে বসে বসে দেনা পাওনার হিসেব কষবো।
যখন চোখে পানি নিয়ে কাছের কাউকে খুঁজবো।


তুমি কি আমার মৃত্যুর সঙ্গী হবে।
যখন আমার নিথর দেহ ধূলায় লুটাবে।
যখন সবাই কান্নায় মলিন হবে।


কিগো তুমি কি আমার সঙ্গী হবে।