আমার গোপন দুঃখগুলো ইদানীং আর গোপন থাকতে চাচ্ছে না
বড্ড বেশী বেয়াড়া হয়ে গেছে ওরা।
আস্তিনের ভাঁজে, শার্টের কলারে, বুকপকেটের ভেতর
সযত্নে লুকিয়ে রাখা দুঃখগুলো
বেড়িয়ে আসছে দল বেঁধে,
মিটিং, মিছিল, স্লোগানে ভরিয়ে তুলছে আমার চারপাশ।
কি চাই তোদের? বলে আমি সামনে এসে দাঁড়াতেই ওরা বলে,
যার জন্য এত এত দুঃখ পাও
তাকে বলো, ভালবেসে যদি শুধু দুঃখই পাওয়া যায়
তবে কেন এত ভালোবাসাবাসি?
তাকে বলো, দুঃখ লুকোতেই যদি পেরিয়ে যায় একটা জীবন
তবে কেন জীবনের এত আয়োজন?
হতবিহ্বল, বিচলিত আমি
কোন কথা না বলে মিশে যাই ওদের মিছিলে।