নোটবুকে আঁকিবুঁকি, অকারণ উঁকিঝুঁকি
প্রণয়ের সুর বাজে বুকে।
ইশারায় হয় কথা, মুখে তবু নিরবতা
কিভাবে বোঝাই আমি তাকে।


একটু ফুসরত পেলে, ক্লাসের পড়া ফেলে
হয়ে যাই ভাবুক কিংবা কবি।
মনে মনে ছবি আঁকি, স্বপ্নতে তাকে দেখি
বুকের গভীরে তার ছবি।


বলতে ভয় পাই, সে বলে সহসাই
চলুন কোথাও একটু বসি।
আপনি থেকে তুমি, আশায় দিন গুনি
একদিন বলবো ভালোবাসি।


চুড়ির ঝংকার, দইবড়া ফুচকার
দোকানে দোকানে ঘোরাঘুরি
ভালোই যাচ্ছে দিন, ভাবছি একদিন
মাকে দেখাতে নিয়ে যাবো বাড়ি।


পড়াশোনা রসাতলে, একশোটা কাজ ফেলে
তার পিছে দিন চলে যাচ্ছে
আমি ভাবি বলবো, কথাটা তুলবো
জানি সেও শুনতে চাচ্ছে


একদিন মনে হলো , অনেক বছর গেলো
এবারের সুযোগই শেষ
ক্লাস শেষে ধরলাম, সবকিছু বললাম
শুনে সে অবাক হলো বেশ।


আমাকে সে বললো, তোমার সারল্য
আমাকে সান্নিধ্য দিয়েছে খুবই
তবে আমি ভাবিনি, সে দেখাবে তখনি
তাহার সে হবু বরের ছবি।


তখন বললো সে, তোমার স্ত্রী হবে যে
সত্যিই অভাগা সে নারী
এতগুলো দিন যার, না বলে হয়েছে পার
প্রেমের বাজারে সে আনাড়ি।


তুমি এক কাজ করো, বাবা-মা’র পায়ে ধরো
তোমাকে খুঁজে দেবেন কনে
সাহস না যদি হয়, ভালোবাসার নাম নয়
প্রেম আসেনা ভীতুদের জীবনে।