আমি প্রায়শ ভুলে যাই তুমি যা কিছু করো
আমাকে ভালোবেসেই করো।
এই যেমন, আমাকে কষ্ট দাও
এত কষ্ট দাও, তবুও সবকিছু কত হাসিমুখে মেনে নেই, দেখো।
আমি জানি তোমার দেয়া কষ্টগুলোর ভাঁজে ভাঁজে
ভালোবাসা লুকিয়ে থাকে
আমি ভালবাসা খুঁজে পাইনা - সেটা আমার অযোগ্যতা
আমার অযোগ্যতা জন্য,
আমার ব্যর্থতার জন্য আমি হাজারবার ক্ষমা চাইতে পারি।


আবার ধরো অপেক্ষা
আমাকে অপেক্ষায় রাখো ভালোবেসেই, আমি জানি
তবে এতদিনেও বুঝতে পারিনি
অপেক্ষায় থাকা সময়টাতে আমার আসলে কি করা উচিত?
তোমার জন্য অপেক্ষার সময়গুলো এত সূদীর্ঘ!
বিবর্তনবাদ সত্যি হলে এই সময়ে আমি বেশ কয়েকটা বানরকে
মানুষের পোশাকে ঘোরাফেরা করতে দেখতাম।
পদার্থ কিংবা রসায়নে গবেষণা করলে একটা নোবেল অন্তত পেতে পারতাম।
রবীন্দ্র সমগ্র, নজরুল সাহিত্য মুখস্ত করে অনায়াসে হাত বাড়াতে পারতাম
বদলেয়ার, কামু কিংবা কাফকায়।


কিছুই করা করা হয়ে ওঠে না আমার
আমি জানি তুমি যা কিছু করো আমাকে ভালোবেসেই করো
আমিও ভালোবেসে তোমার দেয়া কষ্টগুলো বুকে পেতে নেই
আমিও ভালোবেসে তোমার জন্য অপেক্ষা করি ।