আমাদের পল্লীগ্রামে সারি সারি ভবন
থাকি মোরা একসাথে সকলে আপন ।
মায়া মমতার গ্রাম আমার ভালোবাসায় ভরা
নদী-নালা, খাল-বিল, সবুজেতে ঘেরা ।
আঁকাবাঁকা পথ যেন হাসিমুখে কহে
মাঠে ঘাটে অফিসে যেতে হবে আমার হাত ধরে ।
রাখাল বালক বাজায় বাঁশি আপন সুরে মনে
গানের সুরে ভুলিয়া থাকি দুঃখ জুড়ায় প্রাণে ।
ফুলে ফলে একাকার মোদের গ্রাম খানিতে
আয়তনে ছোট হলেও শান্তি হেথায় বসতে।
ফাগুন বাতাসে হৃদয়ে লাগিয়াছে দোলা
নর-নারী সকলে মিলিয়া করি মোরা একসাথে খেলা ।
গগন তটে দীপ্তিমান সূর্য আপন তেজে জ্বলে
তারই কিরণে ভূমণ্ডল ভরে সবুজ আবরণে ।