মোর উঠানেতে ফুটিয়াছে,
    হরেক রকম ফুল ।
গাঁদা, গোলাপ; জুঁই, টগর,
    মনোময় সুবাসে মাতিয়াছে শহর ও নগর ।


সূয্যিমামা মাথা তুলিয়াছে,
     পাখির কলরবে ।
দলে দলে প্রজাপতি আসিতেছে,
     নীরব হতে নীরবে ।


পত্র ছায়া বক্ষ মাঝে,
       করিয়াছে আনন্দে উল্লাসিত ।
বাহিরে তরতাজা,
       অন্তরে অন্তরে শুকাইতেছে তত ।