আমি চাহিয়া ফেলিয়াছি তোমারে
ক্ষমা করো আমারে
নিশীথে প্রত্যুষে সময় কাটেনা
রয়েছো তুমি মনেরই অগোচরে ।
এসো একদিন আমার ঘরে
সময়সীমা ঝোলায় ভরে
বরণ করে নেবো তোমায়
রাখিবো অন্তরের গহীনে ।


আমি চাহিয়া ফেলিয়াছি তোমারে
তুমি বিশ্বাস করো অকাতরে
দেখিতে বড় ইচ্ছে করে
তোমার বচনে যেন মুক্তা ঝরে ।                  
আমি বলিনি আসবো না তোমার ঘরে
তাইতো ভাবতে বসেছি দ্বিপ্রহরে
তুমি এলে পূর্ণ এ জীবন
ভালোবাসবো সমাদরে ।
                      
                             ~ আরিফ হালদার