এই অল্প কদিনে বিস্তর কিছু জমিয়েছি
তুলে রেখেছি সব পরম আদরে
যেটুকু দেখে দেখে অনায়াসে কাটিয়ে দিতে পারি কয়েকটা জীবন।
তবুও যদি এ নিশ্বাঃস বয়ে বেড়াতে কষ্ট হয়,
ঘাটতি আসে যদি বেঁচে থাকায়,
আবার না হয় চেয়ে নেব তোমাকে একবার।
না, অধিকার চাইবো না
ফিরিয়ে দিও মুখোমুখি হয়ে- শুধু চোখে চোখ রাখতে দিয়ো
ঐ চোখ মুখ দেখে আরো কটা দিন বাচাঁর রসদ খুঁজে নেব।
একদিন নীল আকাশ হবো বিশালতায়
মেঘ হবো মাটির স্পর্শ লোভে- ঝরে পড়বো চিরতরে
তবুও ভালোবাসায় বাঁচবো শুধু অধিকারে ফিরবো না।