দুর কি যে বলো!
কি আর করেছো এমন,
ইচ্ছে হয়েছিল, মনও চেয়েছিল বলে ভালোবেসেছিলে-
এখন মন চায় না, ভালোবাসা নেই তাই।
ইচ্ছেরা কমতে কমতে ঋণাত্মক হয়ে দাড়িযেছে
আর ভালোবাসা বাষ্প হয়ে উড়ে গেছে।
এখানে অযাচিত কি আছে এমন !
ভালোবাসবে না এইতো শুধু, ভুলেতো আর যাবে না?
সবকিছু কি আর ন্যায়ের-অন্যায়ের মাপকাঠিতে মাপা যায় বলো
ভালোবেসেছিলে- স্বপ্ন দেখিয়েছিলে এই তো অনেক
সেইটুকু আমার কাছে থাক।
তুমি ভুলে যাও সব, আমি মনে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম।
আমি চাইলেও ভুলতে জানি না
আমি চাইলেও ছাড়তে পারি না
আমি চাইলেও জমাতে পারি না
আমি চাইলেও প্রতিশ্রুতি বিকিয়ে দিতে পারি না
আমি ভালোবেসেছি ব্যাকরণ মেনে
তবু ভালোবেসেছিলে, স্বপ্ন দেখিয়েছিলে এই তো অনেক
এইটুকু আমার থাক।
শুধু এইটুকুই আমার থাক।