নিষিদ্ধ সব কিছুর প্রতি সবার আবেদন সবসময়,
তাই হয়তো,আমিও তার ব্যতিক্রম নই।
তোমাকে ফোন করা,
তোমার চোখের সামনে পড়া,
তোমাকে নিয়ে ভাবা;
আমার জন্য এসব নিষিদ্ধ করেছ তুমি।
আর ১৪৪ দ্ধারা জারি করেছে আমার প্রানপ্রিয় কল্যাণকামী বন্ধুরা,
তোমার নাম গন্ধ না নেওয়ার জন্য।
আমার অপার সুন্দর সম্ভাবনার এ জীবনে তুমি বয়ে গেলে সুনামির মতো।
শত ভালো চিন্তার গভীরে নষ্ট চিন্তা তুমি আমার,
ঠুকরে ঠুকরে খাচ্ছো প্রতিনিয়ত কাঠ ঠোকরা পাখির মতো।
কখনও ভালো-মন্দ খেতে বসে,
কখনও বা অলস ক্ষণে,
বা আকাশের চাঁদ দেখে মনে পড়ে যায় তোমায় !
বিশ্বাস কর চেষ্টা করছি তোমাকে ফোন না করার জন্য,
বিশ্বাস কর চেষ্টা করছি তোমাকে নিয়ে না ভাবার জন্য।
আমি জানি তুমি কতোটা অভিশাপ আমার জীবনে,
আমার বন্ধুরা প্রমাণ করেছে তুমি কতোটা খারাপ !!
তুমিও কম সাহায্য করোনি তাতে,
তবুও আমার ঘোর কাটেনা।
তবুও আমার ভাবতে ভাল লাগে তোমায়,
আমার চোখ শুধু দেখে তোমায়,
ভাবি এভাবে কি ভালোবাসা যায়।
আর করবো না তোমায় স্মরণ
আর করবো না তোমায় বরণ,
একা একা মরণটাকে করবো আপন ।