সবাই কত শত বিষয় নিয়ে লিখে-
আমি ‘তুমি’ নামক তোমার বলয় ছেড়ে কোথাও যেতে পারিনি।
তুমি নামক ‘তুমি’ শব্দটাতে একটাই ডুবে আছি
সব ছেড়েছি শুধু তোমার ‘তুমি’কে ছাড়তে পারিনি।
সময়টাকে শুধু তোমার নামে লিখেছি
তোমার বাইরে ‘তুমি' ছাড়া আর কিছু দেখার অবসর মিলে নি ।
অপলক দৃষ্টিতে তোমার পানে চেয়ে থেকেছি
আর কিছু চোখ জুড়ে আসে নি।
তোমাকে জয় করাটাকে আবশ্যিক ভেবে নিয়েছি
হিমালয় জয় করার কথা মনে ধরে নি।
তোমার প্রার্থনায় এতই যে মগ্ন ছিলাম
কারো জন্য কিছু চাওয়ার অনুভবতা আসে নি
প্রতিটি প্রার্থনায় আমার তোমর তরে চেয়েছি।
তোমার বিরহে এতটাই কাতর ছিলাম
আর কারো চোখের জল আমায় ছুঁয়ে যেতে পারিনি।
আমি বড় স্বার্থপর এই পৃথিবীতে তুমি ছাড়া আর কিছু ভাবিনি,
তুমি বড় উদার তবুও তোমর হৃদয়ে আমার ঠাঁই মিলেনি।
আমি বড় স্বার্থপর এই পৃথিবীতে তুমি ছাড়া আর কিছু ভাবিনি,
তুমি বড় উদার তবুও তোমর হৃদয়ে আমার ঠাঁই মিলেনি।