যে হৃৎপিন্ড বিরামহীন রক্তক্ষরণের অজস্র স্রোতের লোহের ধারায় রঞ্জিত হয়না এতটুকুও ٠


তার তরে কেনইবা এই অস্তিত্বহীন বালকের দিবানিশি কবিতা জন্ম দেওয়ার অর্থহীন প্রচেষ্টা ??


অদৃশ্য খাতায় অস্পষ্ট অক্ষরগুলো অহেতুক কেনো ভাবায় তার মরীচিকার প্রতিচ্ছবি ??


তার ছোঁয়াহীনে কেনো বিবর্ণতায় ঝরে পড়ে মন উদ্যানে সদ্য ফোঁটা যত কামনার ফুল ??


জানি,
এসব অগোছালো প্রশ্নের বুক ফাটা চিৎকার পৌঁছাবেনা তার নিষ্ঠুর মন পবনে ٠


|


মেয়ে … .. .
কান পেতে ঐ দৃষ্টি রাখো আঁধার ঠাসা মরু প্রান্তরের গভীর মোহনায় ٠


শীতল চাহনীই ম্লান করো শত বছরের দীর্ঘ প্রতীক্ষার ধূলো জমা যৌবনকে প্রত্যাশার প্রশান্তির চাঁদরে ٠


গাঢ় কৃষ্ণ প্রহরে গড়ে তুলো ইতিহাস প্রান্তর কাঁপা মৌহের ঝাপটায় ٠


নিষ্পাপ করো দু'টি আত্মা প্রভাতের শিশির ফোঁটার অমলিন স্পর্শে ٠


মেয়ে … .. .
আমি তোমার অপেক্ষায় ----
এসো ফিরে -----
...


রচনাকাল …
27-05-2013
01 am