একটি অতিব পরিচিত জংশন—
অবিরাম বেঁজে যাওয়া তার হুইসেল


জীর্ণশীর্ণ প্রায় পরিত্যক্ত গন্তব্য তার—
রোজ হালকা বিরতি নেয় স্থানটাই


লেটুস দা'র হরেক ভেষজ সমৃদ্ধ চা'ও নয়—
নয় কোন পাঁচ টাকার ঝালমুড়িও


অহেতুক অনর্থক কিংবা অর্থহীন প্রতীক্ষা—
প্রত্যেক বিকেলটায় আসর বসায় অপেক্ষার


জরাজীর্ণ বগিতে ভেসে উঠে প্রত্যাশার ক্যানভাস—
জংধরা হাতলে তার হাতের ছাপ সুস্পষ্ট এখনও


সেই বিকেল থেকে সন্ধ্যা দীর্ঘ প্রতীক্ষার প্রহর—
নীরব গুঞ্জনে মুখরিত করে নিরাশার বাতাবরণ


অতঃপর বস্তির অবলা কন্যার কলসি ভ্রমন—
প্রশ্ন সমৃদ্ধ চাহনীতে সেই পরিচিত নিষ্পাপ হাসি


পরিশেষে,
উঠে যাওয়া প্রতীক্ষার মৌণতা ভেঙ্গে এবং—
পিচ্ছি দোকানি রহিমের নিত্য জিজ্ঞাসা
'ভাইয়া কিছু খাবেননা?'
▪     ▪     ▪


রচনাকাল …
20·Dec·2011
04·10·PM