সদ্য নব ধরায় পাড়ি দিচ্ছি—
অজস্র যুদ্ধ বিধ্বস্ত মৃত জনপদ।


সব'টা স্মৃতি খন্ড বিখন্ডে পরিণত—
অনুভূতির দেয়াল ভেঙ্গে।


বিবর্ণ ফ্যাকাশে মৃত পথ নির্বাক চিত্তে সাক্ষী হয়—
বারুদের অজস্র পদচিহ্নের।


বিস্মৃতির দেহ জুড়ে রক্তাক্ত ক্ষত বিক্ষত—
সাদৃশ্য গলিত বারজের আঘাত।


চেতনার বহমান প্রৌঢ়ি—
ক্রমান্বয়ে বিলুপ্ত হয় হিংস্র প্রক্রিয়ায়।


অনির্দিষ্ট এক দূর সীমানায়—
দিগন্ত স্পর্শের কেন্দ্রবিন্দুর বসবাস।


বিরাতের এই রক্তস্রোত ধরেই পৌঁছতে হবে—
ধরার মিলিত ব্যাসার্ধে।


নতুন জন্মলাভকৃত এই সংসার তবে প্রলম্বিত হোক—
মৃত্যুর ক্ষণ অবধি।
▪     ▪     ▪


রচনাকাল …
03·Nov·2013
03·10·PM