নিষ্ঠুর ধরার পৃষ্ঠে অমসৃণ অগণিত প্রতিপথ—
যা অবিরাম মাড়িয়ে চলেছি দূরপাল্লার গন্তব্যস্থল ছুঁতে


থম স্থির বরফখচিত নিস্তব্ধ বাতাবরণ বিভ্রাট দৃষ্টিতে নুঁয়েছে—
বিবর্ণ নিসর্গের কোমল দেহের হিম পরশের প্রচ্ছন্ন মেলবন্ধনে


অক্রিয় তিমির মিত্রতা করেছে নিশ্ছিদ্র নিষ্প্রভের নিরেট ধূমিকার সাথে—
পরিণয় ঘটছে কৃষ্ণপরিচ্ছদধারী বর্ত্মের সাথে প্রতিবন্ধী দীপপোষ্টের


আসন্ন অসন্দিগ্ধ বিপৎসঙ্কুল লড়াইয়ের দামামার সুর বাঁজে কর্ণনীড়ে—
তবুও অবিশ্রান্ত অত্র যাত্রায় নেই ক্ষুদ্রতম অভিশংসন


প্রান্তাবস্থায় বিস্তীর্ণ সফরে অজস্র সংগ্রাম উপড়ে মৃত্তিকায় জীববৃত্তান্ত অঙ্কন—
অতঃপর চুড়ান্ত উপসংহারে প্রত্যাশীয় ব্যাসার্ধের বৃত্তাকার সীমান্তে নিজেকে অবলীলায় সমর্পন
▪     ▪     ▪


রচনাকাল …
09·Nov·2013
03·10·AM