সব সুখ বুঝেও আমি,
       দেই যে  কেবল ফাকি।
তবুও এই জীবনকে আমি,
       বিষাদে ডুবিয়ে রাখি।


দুঃখের মাঝেই ইচ্ছে করে,
       নিতে বাঁচার স্বাদ।
তাইতো যায়না খুঁজতে কোথাও,
       সুখে গড়া বাঁধ।


জীবনের নিয়মেইতো,
       ঘুরছে ভাগ্য চাকা।
সেই নিয়মেই এই হৃদয়,
       হতেই পারে ফাকা।


কষ্টের মাঝে সুখ পাওয়াটাই,
       মূল জীবনের সুখ।
ব্যাথারই ভাঁজে লুকিয়ে থাকে,
       তৃপ্ত মাখা বুক।


সেই ভেবেইতো এই যে আমি,
       করছি জীবন পার।
আসবে জানি হয়ত একদিন,
       সুখেরই অপার।
▪     ▪     ▪


রচনাকাল …
08·Jan·2008
06·30·PM