নীরু শুনছো?
একটি তীব্র ভালবাসার শেষহীন রাত ছিলো সেদিন—
যার প্রখরতায় মূর্ছা গিয়েছিলো স্বয়ং চাঁদ ও তার জোস্ִনামালা


প্রত্যাখ্যান, উপেক্ষা আর অভিমানের—
কমতি ছিলোনা দু'জনার মাঝে সে নিশি'ই


অবশেষে,
প্রেমের অতল সাগরে ঘুরেফেরে—
দু'জনার মিলে যাওয়া ভালবাসার অন্তহীন সুখে


নীরু,
আজও পড়ে মনে তোমায় —
ঐ বিবর্ণ রাতের তারায়


আমি কেবল স্মৃতিতে হারায়—
ঐ রজনীর পাতায় পাতায়
▪     ▪     ▪


রচনাকাল …
15·08·2009
01·30·AM