দুঃখটা বড়ই লোভী ...
নিরাশার হাতছানিটা খুব নিষ্ঠুর -


সব'টা বিরহ কেনো তবে দেয়না মুক্তির কপাট
খুলে ??
জমাট বাঁধা নিকষ কালো মেঘ কেবল
অস্তিত্বের সৃষ্টি থেকেই থমকে আছে -


জানি,
কখনোই সরবেনা ঐ বিষাদ,
বৃষ্টি হয়ে ফোঁটা ফোঁটা -
মনন থেকে অসীম
শূণ্যে ফিরে যাবে ক্ষণস্থায়ী সব আশ্রীত
ছায়ার সুখ -


হয়ত অবিরাম ক্রন্দিত এই তিমির ম্লান
হয়ে জন্ম নেবে কোন রক্তিম ভোরে,
তবুও কেউ ফিরবেনা এক মুষ্ট বৃষ্টি হাতে -
বিষের যাতাকলে পিষ্ঠ হয়ে শুধুই নির্মম
মুহূর্ত পাড়ি দেবে এই বিক্ষত প্রাণ -


সময়ের স্রোতে,
কালের আবহে বিলুপ্ত হবে একটি অসমাপ্ত ইতিহাস,
অপাঠ্য থেকে যাবে একটি চেতনার অমীমাংসিত সংগ্রামের পটভূমি ---
...


রচনাকাল …
২৯-০৬-২০১৩
১১ am