অতৃপ্তির ছোঁয়ায়—
তন্দ্রা ভেঙ্গে যায় আমার


ভাঁজহীন এ দু'অক্ষিই কি তবে প্রমাণ করেনা—
কতটুকু প্রেম উদগ্রীব শুধু তোমার জন্য


নিরুত্তাপ মোহের অবিরাম এ ধারা কি নয়—
তোমায় খুব করে ছুঁয়ে যাওয়ার নীরব আর্তনাদ


রু,
দুরত্বের ধুম্রজাল ভেদ করে ফিরে এসো—
শেষ রজনীর এই বিক্ষত স্পন্দন জাগ্রত করো পিযূষ সুধায়


প্রণয়ী,
যদি আজ নিরাশার চিত্র অঙ্কন করো চিত্তপটে—
তবে প্রভাতেই প্রত্যাশার অঙ্কুর ফেঁটে চৌচির হবে


অস্পর্শী কামনা বিদীর্ণে খন্ডে বিখন্ডে চূর্ণ বিচূর্ণ হবে আর—
বিষাদের মর্মতলে সদ্য প্রস্ফুটিত হবে মৃত্যু পুষ্প
▪     ▪     ▪


রচনাকাল …
22·Jun·2013
02·40·AM