বলো বিচ্ছিন্নতা কত দূর আর—
ভুল সুদূর দুয়ারে কড়া নাড়তে দ্বার


সংকুচিত হৃৎপিন্ডে আশ্রীতা তুমি ছিলে—
অঝোর শ্রাবণ বর্ষার মত অশ্রুর জলে


আজ তোমায় পড়ে একান্ত মোর মনে—
এই ঘোর হিম সন্ধ্যার বরফকুচির অনলে


সংসারতটে খুন হয়েছে অজস্র স্মৃতি—
অগত্যা রূধির লালাভ স্রোতে আবৃত বিস্মৃতি


নিকষ নীল মৃত্যু পুষ্পে বিরাত ঘনিত—
বিবর্ণ বিভাজিত চিত্তের মোহনায় অস্তিত্ব প্রণীত
▪     ▪     ▪


রচনাকাল …
28·Dec·2013
06·00·PM