ন্যায় খুঁজতে গিয়ে বারংবারই আমি স্ব-হস্তে করাত চালিয়েছি
অসহায় অবলা স্বাধীনতার ক্ষত বিক্ষত বক্ষে


দূরপাল্লা হতে আগত প্রত্যাশার বহরের যাত্রা আজও গন্তব্যহীন
এখনও দিক বিদিকের অজস্র ঘাটে বিপথে নিখোঁজ তারা


যখন হৃদ চূর্ণ করা চিৎকারে নব্য শকুনের কলিজা ভেঙ্গে যায়
তখন পিশাচী হায়েনাগুলো আমায় হিংস্রতার শিকল পড়ায় সু-কৌশলে


অতঃপর ক্রমে ক্রমেই ইতিহাস খচিত রক্তে রঞ্জিত পৃষ্ঠা পূর্ণ হয়
লোহার কপাট ঠাসা কক্ষের নির্জন টিমটিমের আলোর ভিড়ে


এখানে সত্যের দৃষ্টিতে বীরত্ব শনাক্ত করা অপবাদ আর ধিক্কার মাত্র
এখানে ক্রমশ কেবল লালসার উত্তপ্ত চাহনীতে বিদীর্ণ হয় সত্যের সিন্ধু


তাই আজ মুক্তির মহা মিছিল কয়েক যুগ ছুঁয়ে গেলেও মিলেনি স্বপ্ন
গড়েছে শুধুই বেদনার যত নিষ্ঠুর রক্তচুষা প্রচীর


তবুও এই ভূ-খন্ডে দেখি আমি সূর্যের প্রভায় স্নিগ্ধ বিপ্লব
তবুও রয়েছি বেঁচে আমি ভেবে এই যে একদিন চন্দ্র হতে প্রবাহিত হবে শান্তির পীযূষ সুধা
▪     ▪     ▪


রচনাকাল …
04:Feb:2014
মেরিডিয়ান রেষ্টুরেন্ট, লাবণী রোড, সমুদ্র সৈকত, কক্ִসবাজার।
07:30:PM