যদি চৈত্রের খরতাপ থেকে ঝরে পড়ে,
কোন জ্বলসানো দৃষ্টির উত্তপ্ত দুপুর।


তবে রবিকরের বিস্তৃত দেহে থেকে,
কুঁড়িয়ে নিও আমার ভস্মিত প্রেম।


ধরণীর অপার প্রান্তে রচিত হবে তখন,
কোন এক নিঃস্ব মানবীর বিস্মৃতির ধ্বংসযজ্ঞ।


অতঃপর আমার বিভীষিকাময় চিত্ত দ্বারে,
আয়োজন হবে নব বিপ্লবের প্রতিরুপ।


যে বিপ্লবের স্পর্শে তুমি চলে যাবে,
সেই ফেলে আসা মহাকালের সোনালী অপরাহ্নে।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·04·08
চৌমুহনী, রামু, কক্ִসবাজার।
03·30·PM