স্মৃতিসোধ থেকে ঠিক উল্টো পথে হেঁটে যাও,
পাবে বহুল প্রতীক্ষিত তোমার যাযাবর পথিকের প্রতিকৃতি।


কাব্যের উষ্ণ চাদরে মুড়ানো অনেক কবিতাও পাবে,
পাবে নির্বাসিত কামনার শেষে দুরন্ত মিলনের আস্বাদ।


রু-
তুমি এগিয়ে যাও ফের দৃপ্ত চিত্তে,
ফেলে আসা পদাঙ্ক ছুঁয়ে ছুঁয়ে।


অতঃপর নিমলিত দৃষ্টির নির্মল চাহনীতে পরিশুদ্ধ করে,
জড়িয়ে নাও তোমার প্রত্যাশার লেলিহান উদ্দীপ্ত প্রেমকে।


তবে অবমুক্ত ধরণী পল্লোবিত হবে সুবাসে,
নব্য মিলনের সদ্য পরিস্ফুটিত পুষ্পের ভূমিষ্ঠে।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·May·18
আগ্রাবাদ, চট্টগ্রাম।
02·00·am