আমি একদিন নির্জলা হবো।।
ঠিক যেনো কোন ঝরে পড়া পাতার মতো।।
যার পিঞ্জর ক্ষয়ে সূচনা হবে মর্মর শব্দের।।


অগত্যায় অবহেলায় যাবে কেটে যুগ অবধি যুগ।।
নিশ্চিহ্ন দেহয়ে থাকবেনা কোন ইতিহাস।।


বিরাতের সে ডাহুকও আর ডাকবেনা, দখিনা জানলা ধরে।।
মহাকাল ঠাঁই থমকে রবে, কোন এক অবচেতন চেতনায়।।


নিস্তব্ধ বাতাবরণে শায়িত হবে,
কোন নিকষ কালো মেঘের বহর।।
অতঃপর ক্রমাগত পঞ্জিকা অতিক্রম হবে।।
নিঃশব্দে ফুরিয়ে যবে অগণন শতাব্দি।।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·May·09
আগ্রাবাদ, চট্টগ্রাম।
01·00·am