তোমার নীরবতা দেখিনি
নৈঃশব্দতা কখনোই ছুঁয়েনি
নূনতা উর্মির মৌরালায় তুমি আচ্ছন্ন


নিশ্ছিদ্র গোলকে
প্রত্নতাত্ত্বিক তরঙ্গমালা হানছে
তোমার ঐশ্বর্যের রূপপূর্ণ দেহে


রজনীর নিশ্ছিদ্র অণুতেও
সদা জাগ্রত রাত বিরাতে তুমি
গর্জিত গর্জনে মাতাল মাতোয়ারা
তোমার অপরূপ বাতাবরণ


আমি দেখেছি স্ব-চক্ষে
পরাধীনতার শৃঙ্খল তোমার দেহে
তবুও উদ্দীপ্ত প্রখরতায়
লড়ছ তুমি নিরেট যৌবনতায়


বিমুগ্ধতা ক্রমশই বিমুক্ত হচ্ছে
তোমার বালি প্রচ্ছন্ন দেহ হতে
সাথে ক্ষয়ে যায় পদদলিত পদাঙ্ক আমার
তোমার ঔরষের অবিরাম দুরন্তপনায়


সেভাবেই কেটে গেলো সেথায়
কয়েকটা যুগ পেরিয়ে এলাম
অতঃপর মৃত নিয়মে তুমি মিশে গেলে
অগ্রজ সঙ্গীর কথার ভাঁজে ভাঁজে
▪     ▪     ▪


রচনাকাল…
হিমছড়ি, সমুদ্র সৈকত, কক্ִসবাজার।
2014:Apr:27_08:50:রাত্রি।