আমার পশ্চিমা জানলার প্রতিটি নকশায়;
খুব করে আঁকা আছে বিরাতের বিনিদ্র স্মৃতিচিহ্ন।
সেসব পরিশোধিত লোহার ভাঁজে ভাঁজে নিহিত আছে;
বিচ্ছিন্ন যত রাত্রির তন্দ্রাদগ্ধ গান।
সভ্যতার আবর্তনে আর সময়ের বিবর্তনে বদলেছে প্রকৃতি;
তাই দিব্যি সারা রাত ধরে নিঃসঙ্গ পাখিটিও আসেনা সে জানলার ফ্রেমে।
নিদারুণ যত আমার অব্যক্ত প্রলাপগুলো;
মধ্য তিমিরে বরাবরই নিবৃতে সুখি হতে বেরোয়।
আর নিকষ কালো নিশির ঢের তমসা সহসা গিলে খায়;
ঐ শত সহস্র অস্পর্শী মোহের আলাপনগুলোকে।
সেভাবেই একেকেটি বিরাত ঘনিয়ে প্রভাত আসে;
আর চিত্তের অম্বরে নব কৃষ্টিতে রূপিত হয় বিষাদ চিত্রের মহড়া।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Oct·15_02·20·রজনী।