রাত্রির নির্মোহ পেশীতে যখন বৃষ্টির একটানা মাতম বয়,
অন্তর্নিহিত একাকীত্বগুলো তখন স্বচিত্তে জাগ্রত হয়ে উঠে।
অন্তহীন বিস্মৃতির শুষ্ক কোষগুলো ফের সতেজ হয়,
অনন্ত এক নিকষ যন্ত্রণার আবাদী চরণভূমিতে।
বহুব্রীহী,
সেই লালবাগের পুকুড় পাড়ে দেখেছিলাম তোমায়,
সে দীঘল কালো চোখের লেপ্টে যাওয়া বৃষ্টিস্নাত কাজলের কথা মনে পড়ছে খুব।
হ্যাঁ,
এখন তুমুল বৃষ্টি হচ্ছে বহুব্রীহী…


রচনাকাল -
পূর্ব রাজারকুল, রামু, কক্ִসবাজার।
2014·Oct·10_10·10·রজনী।